• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেট্রোরেল চলাচল বন্ধ

   ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। 

বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছেন না।

এদিকে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।

মেট্রো চলাচল বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়েন যাত্রীরা।

স্টেশনের দায়িত্বরতরা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল