• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম

ডিপ্লোমা ইন নার্সিংদের স্নাতক (পাস) সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

   ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে কুড়িগ্রামে  বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট  নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) কুড়িগ্রাম জেলা শাখা।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০:০০ টা থেকে কুড়িগ্রাম - ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) কুড়িগ্রাম জেলা শাখা আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম নার্সিং কলেজ  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  জাহিদ হাসান বলেন, ‘এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই এখানে আসতে হয়। এখানে তিন বছরের কোর্স। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের (পাস) সমমান দেওয়ার দাবি আমাদের।’

কুড়িগ্রাম  নার্সিং  কলেজের শিক্ষার্থী  তুুহুরা বলেন, তাঁদের কোর্সের সনদকে স্নাতকের (পাস) সমান মর্যাদা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘কিন্তু আমরা সেটা পাচ্ছি না। অনেক দিন ধরে চাইলেও এটা আমাদের পূরণ হচ্ছে না। আমরা চাই, নতুন সরকার যেহেতু এসেছে, বৈষম্য দূর হয়ে যাক। আমাদের পড়াশোনার মর্যাদাটা যাতে দেওয়া হয়।

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা সিটি কলেজ
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা সিটি কলেজ
জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো
জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো
শিগগির শুরু হচ্ছে সাত কলেজে ভর্তি কার্যক্রম
শিগগির শুরু হচ্ছে সাত কলেজে ভর্তি কার্যক্রম