আল-জাজিরাকে ড. ইউনূস
শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু


ভিওডি বাংলা রিপোর্ট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে।
কাতারভিক্তিক গণমাধ্যম আল-জাজিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত সরকারের নেতা-কর্মীদের লুটপাটসহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি ও দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।
ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, পতিত শেখ হাসিনার সরকারের অনিয়ম দুর্নীতির বিচারসহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পতিত শেখ হাসিনা সরকার, হত্যা-গুমসহ মানবাধিকার লংঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে, তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইবুনালে তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেয়ার পাশাপাশি বিমসটেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহবান জানানোর কথাও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে সামজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দেয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সর্ম্পকের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সার্ক ও বিমসটেক জোটকে সক্রিয় করা জরুরি।
পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোট টাকা পাচার করা হয়েছে বলেও আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারের জানান ড. মুহাম্মদ ইউনূস।
ভিওডি বাংলা/ এমএইচ
মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক …

মাইলস্টোনে মৃত্যু ২৯, হাসপাতালে ৬৯ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের …

এগিয়ে যাচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আজকের আলোচনা …
