• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন মামলায় তুরিন আফরোজ ও ছাত্রলীগ নেত্রী ঊর্মি গ্রেপ্তার

   ২৮ এপ্রিল ২০২৫, ০২:২২ পি.এম.

আদালত প্রতিবেদক

ব্যারিস্টার তুরিন আফরোজ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এ সময় নতুন করে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আদালত তা মঞ্জুর করেন। রাজধানীর মিরপুর থানায় মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ধানমন্ডি থানার মামলায় খাদিজা আক্তার ঊর্মিকে এ গ্রেপ্তার দেখানো হয়।

এদিন জুলাই-আগস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ শাহ আলম মুরাদকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ