• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এই সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে

   ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সোমবার (২৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নুরুল হক নূর বলেন, যেকোনো মূল্যে এই সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এসময় ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান তিনি।

সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংষ্কারে ৩৫টি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

লিখিত মতামতের পর ১৬৬টি সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে ঐকমত্য কমিশন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন