• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি

   ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৬ এপ্রিল তাকে সরিয়ে দেওয়া হয়। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার (২৮ এপ্রিল)।

গত ৬ এপ্রিল হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তবে কী কারণে তাকে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। গত বছরের ১৮ আগস্ট বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ উপদেষ্টা ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে অন্য কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন পর্যন্ত তিনি পিএস পদে থাকবেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও সম্প্রতি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক সচিব মোহাম্মদ শফিকুল গ্রেপ্তার
সাবেক সচিব মোহাম্মদ শফিকুল গ্রেপ্তার
প্রযুক্তি নির্ভর নজরদারিতে আসছে দেশের বনাঞ্চল : রিজওয়ানা হাসান
প্রযুক্তি নির্ভর নজরদারিতে আসছে দেশের বনাঞ্চল : রিজওয়ানা হাসান