শ্রমিক সমাবেশে জনস্রোত


জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ জনস্রোতে পরিণত হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে।
বৃহস্পতিবার (০১ মে) সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকেই সমাবেশস্থল ভরে ওঠে নেতাকর্মীদের ঢলে়।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত করেন। এরআগে বেলা ১২টার পর থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করে।
ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগত নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের ব্যানার, নানা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অংশ নেন কর্মসূচিতে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় দলীয় স্লোগান, সংগীত এবং ঢাক-ঢোলের আওয়াজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার-বাড়ার সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। যার ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।
বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশের মঞ্চে জাসাসের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও গণসংগীত। এতে পুরো নয়াপল্টন এলাকায় এক ধরনের আন্দোলনমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলছেন, এটি শুধু শ্রমিকদের দাবি-দাওয়ার সমাবেশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় …
