• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির অপরাধ সুষ্ঠু নির্বাচন চায়- গয়েশ্বর

   ১ মে ২০২৫, ০৬:২৭ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি- সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা জানান।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখে দেখবে। গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই। বিএনপির অপরাধ হলো তারা সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের অধিকার চায়। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করুন। জনগণ প্রত্যাখান করলে মাথা পেতে নেবো।

বিএনপির এই নেতা বলেন, আরাকানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা এক সময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন