স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াত নেতার বাড়িতে নারী


ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ২৫ বছর বয়সি এক নারী।
শুক্রবার (৩ মে) বিকাল থেকে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশনে বসেছেন ওই নারী। সাইফুল্লাহ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।
ওই নারী বলেন, জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মোবাইল ফোনে কথা হয় দুজনের। এরই মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের সূত্র ধরে পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ে হলে ঢাকায় গিয়ে ভাড়া বাসা নিয়ে সংসার করেন তারা।
তিনি আরও বলেন, আমাকে সাইফুল্লাহ ঢাকায় ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে চলে আসেন। থাকা খাওয়ার জন্য কোনো টাকা পাঠান না সাইফুল্লাহ।
ওই নারী বলেন, আমার খাওয়া-দাওয়াতে কষ্ট হওয়ায় শুক্রবার বিকালে সাইফুল্লাহর বাড়িতে আসি। এসে দেখি তাদের ঘরটি তালাবদ্ধ। তাই বাহিরে বসে আছি।
তিনি আরও বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা-বাবা আমাকে মেনে নিচ্ছেন না। আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। স্বীকৃতি না দিলে আমি আত্মহত্যা করব।
ওই নারীর বাবা জানান, শুক্রবার বিকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে শশীভূষণে জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে সেই বাড়িতে রয়েছেন। তার মেয়ে কোনো দুর্ঘটনা ঘটালে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
ঘটনার পরপর সাইফুল্লাহ আত্মগোপনে থেকে মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, তারা পরস্পর আত্মীয়-স্বজন। ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে মীমাংসায় বসব।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এম
শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং …

আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ
‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙিয়ে …

৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের ১ম ধাপের প্রার্থীর …
