• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আদালতে মামলা

   ৩ মে ২০২৫, ১০:১৬ পি.এম.

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর সাথে  শারিরীক সম্পর্ক  গড়ে উঠে ফুলবাড়ি উপজেলার রাবাইতারি গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলামের।সম্পর্কের জেরে কিশোরীর সাথে মেলামেশা করতে গিয়ে ধরা পড়েন রবিউল ।

পড়ে শালিসী বৈঠক  বসলে একটি চক্রের সহায়তায় রবিউল বৈঠক থেকে পালিয়ে যায় উপায় না পেয়ে বিচারের দাবীতে আদালতে ধর্ষনের  মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সুত্র জানা গেছে,অভিযুক্ত রবিউল প্রতিবেশী হওয়ায় দীর্ঘ দিন ধরে নানা প্রকার কু-প্রস্তাব ও বিবাহ করবে বলে প্রলোভন দেখাতো।২৩ তারিখ রাতে কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে এই সুযোগে ১নং আসামী আমার উক্ত শয়ন ঘরে অজান্তে প্রবেশ করে। নানান প্রলোভন দেখিয়ে কিশোরীর সাথে জোর পূর্বক ধর্ষণ করে। পাশের ঘরে সৎ মা ও দাদী কিশোরীর কান্নার আওয়াজ পেলে অভিযুক্ত রবিউলকে হাতে নাতে আটক করে।পরে স্থানীয় শালিস হলে মিঠু আয়নাল মোহাম্মদ ক্যালের সহযোগিতায় বৈঠক থেকে অভিযুক্ত রবিউল পালিয়ে যায়।

এ ঘটনার তিনদিন চার দিন পরে থানায় মামলা করতে গেলে থানার ওসি বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন।

কিশোরী জানায়, লেবুর সাথে ৬ মাসের প্রেমের সম্পর্ক।১ মাস ধরে শারিরীক সম্পর্ক। ঘটনার দিন রবিউল কিশোরীর ঘরে ঢুকলে কিশোরীর সৎ মা ও দাদী প্রেমিককে আটকে রেখে স্থানীয়দের খবর দেয়। পরে টানা ৩ দিন ঘরে আটকে রাখা রবিউলকে স্থানীয় মিঠু, আয়নাল, মোহাম্মদ আলী কেলে মিমাংসা করার নামে পালাতে সহযোগিতা করে। আমি ওই রবিউলকে চাই।তা না হলে আত্মহত্যা করবো।

এ বিষয়ে মোহাম্মদ আলী (কেলে) বলেন- ওই ঘটনা সম্পর্কে  আমি কিছু জানিনা।কিছু বলার নাই।

অভিযুক্ত রবিউলের সাথে কথা  বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগ
খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগ
সংবাদ প্রচারের পর আরও বেপরোয়া ওসি আলিম!
সংবাদ প্রচারের পর আরও বেপরোয়া ওসি আলিম!
নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন বেল্লাল
নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন বেল্লাল