• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়

   ৪ মে ২০২৫, ০৭:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাতের মধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) বিকাল অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তা এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে আগামী কয়েক দিন দেশের দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন
ঢাকাসহ সারাদেশে আজও গরম, সামান্য বৃষ্টির আভাস চট্টগ্রামে
ঢাকাসহ সারাদেশে আজও গরম, সামান্য বৃষ্টির আভাস চট্টগ্রামে