• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাতের গড়িতে হামলার ঘটনায় ছাত্রদল সম্পাদক নাছিরের স্ট্যাটাস

   ৫ মে ২০২৫, ১০:৪২ এ.এম.

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হামলার প্রতিবাদ জানান।

নাছির লেখেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এখন জীবনসংকটে রয়েছেন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলার বদলে যখন সব মনোযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণায় ব্যয় হচ্ছে, তখনই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দিশা থেকে জনগণ ক্রমেই বঞ্চিত হচ্ছে।”

নাছির উদ্দীন তাঁর স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, “ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত।”

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়
২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়