• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

   ৫ মে ২০২৫, ০৩:০২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

দুই দিনের সফরে সোমবার (৫ মে) ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তিনি অবৈধ অভিবাসী ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক বিষয় আলোচনায় আসতে পারে।

সফরের প্রথম দিন বিকালে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। ঢাকায় ইতালি দূতাবাস সন্ধ্যায় তার সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ মে) সকালে প্রবাসীকল্যাণ ভবনে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।

এর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মাত্তেও পিয়ান্তেদোসির সৌজন্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাতে যোগ দেবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বিকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার