• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হেফাজতে ইসলামকে আইনি নোটিশ দিলেন এনসিপির ৩ নারী নেতা

   ৫ মে ২০২৫, ০৮:৩১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

জনপরিসরে নারীকে মাইকে ‘বেশ্যা’ বলার কারণে হেফাজত ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন জন লেখিকা।

সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নাম, উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। এনসিপির তিন নারী নেত্রীর মধ্যে রয়েছেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ।

তারা গণমাধ্যমকে জানিয়েছেনে, নারীদের প্রতি এই ধরনের নীপিড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছে না। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই নতুন বাংলাদেশ সবার হবে এই আশাবাদও তারা ব্যক্ত করেন। সরকারের প্রস্তাবনায় যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদের এই ধরনের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাবনা বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে কিন্তু গালি দেওয়ার সুযোগ নেই।

তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের আওয়ামী সংশ্লিষ্টতার কথাও তুলে ধরেছেন। আওয়ামী সংশ্লিষ্ট রাজনৈতিক দল কীভাবে এই ধরনের পাবলিক সমাবেশ করে এ ব্যাপারেও লিগ্যাল নোটিশে উল্লেখ থাকবে। তারা আরও প্রশ্ন করেন, ইসলামী যে আইন দেশে আছে সে অনুযায়ী কী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?

নারী সংস্কার কমিশনকে সামনে রেখে, নারীকে পাবলিক স্পেসে বেশ্যা বলার অধিকার কারও নেই, এই মর্মে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এই মামলা দাখিল করেন এই পাঁচ নারী।

আজ ৫ মে দুপুরে তারা এই মামলা দাখিল করেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল
বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল
ফেসবুকে আইভীর কারামুক্তির খবর, আইনজীবী বললেন গুজব
ফেসবুকে আইভীর কারামুক্তির খবর, আইনজীবী বললেন গুজব
মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম