অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন জুবাইদা


জ্যেষ্ঠ প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন এ তথ্য জানান।
তিনি বলেন, ডা. জুবাইদা রহমানের মা অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে আজই (মঙ্গলবার) হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনও ঠিক হয়নি।
সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান।
দলীয় সূত্র মতে, ডা. জুবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাড়িতেই উঠবেন। এর আগে, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ডা. জুবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তার নামে মামলা করে দুদক। ওই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জোবাইদার ওই সাজা স্থগিত করেন আদালত।
ভিওডি বাংলা/ এমএইচ
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
