• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রৌমারী সীমান্তে অনুপ্রবেশকারী ১৪জন রোহিঙ্গা আটক

   ৭ মে ২০২৫, ০১:০৬ পি.এম.
স্থানীয়রা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিজিবির নিকট হস্তান্তর করে। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট এলাকায় ১৪জন রোহিঙ্গাকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৬ মে) ভোর রাতে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটক ১৪ জন রোহিঙ্গা ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে। বাজারে অবস্থানকালে স্থানীয়রা কথা বলে জানতে পারে তারা রোহিঙ্গা। বুধবার (০৭ মে) সকালে এলাকাবাসী তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এটি শুধু সীমান্ত নিরাপত্তার জন্য নয়, দেশের সামাজিক ও নিরাপত্তাগত দিক থেকেও মারাত্মক উদ্বেগের বিষয়।

বিজিবির পক্ষ থেকে  স্থানীয়দের সতর্ক থাকার এবং সন্দেহজনক চলাফেরা দেখলে দ্রুত প্রশাসন বা বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল