• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

   ৭ মে ২০২৫, ০৩:০৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সময় মঙ্গলবার (৬ মে) সংবর্ধনা জানানো সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসেন। মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান খালেদা জিয়াকে। তাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান