৭ বছরেরও আলোর মুখ দেখেনি সিরাজগঞ্জের বায়ুবিদ্যুৎ কেন্দ্র

 
                                            
                                    
সিরাজগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ৭ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের বায়ুবিদ্যুৎ কেন্দ্র। নানা জটিলতায় ঠিকাদার প্রতিষ্ঠান এখনও প্রকল্পটি পিডিবির কাছে হস্তান্তর করেনি।
স্থানীয়রা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি করার জন্যই এই প্রকল্প হাতে নিয়ে ছিল। আর ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, প্রকল্পের কাজ শেষ হলেও নানা সমস্যায় হস্তান্তর করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জ শহরের মালশা পাড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২০১৮ সালে ৪২ কোটি টাকা ব্যয়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। যেখানে ৮টি টাওয়ার নির্মাণ করে বসানো হয়েছে পাখা। দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নির্ধারণ করা হলেও দীর্ঘ সাত বছরেও চালু হয়নি প্রকল্পটি।
সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়েছে। আদৌ চালু হবে কিনা তা নিয়ে সংশয়ে স্থানীয়রা।
ঠিকাদার প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্ত্বাধিকার ফজলুর রহমান বলছে, এখান থেকে সব সময় বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। করোনা অতিমারির কারণে এবং টাওয়ার কিছুটা নিচু হওয়ায় নির্মাণে সময় লেগেছে। শিগগিরি বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার কথাও জানান ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার। এ বিষয়ে পিডিবি অফিসে যোগাযোগ করেও কোন সাড়া মেলেনি।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





