• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রফিকুল মাদানীর অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

   ৮ মে ২০২৫, ০১:২৭ পি.এম.

নেত্রকোণা প্রতিনিধি: 

নেত্রকোণার পূর্বধলা উপজেলার থানা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব ও তার দলবলের বিরুদ্ধে এক নারীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৭ মে) বিকালে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন। পরে রাত ৮টায় তিনি এ বিষয়ে পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করে এই বক্তা তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ —বলার মতো কোনো ভাষা নেই। এসব কথার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো হাসাহাসি করবে, কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়া যাবে না।

আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। সে নিজে প্রাইভেটকারচালক, আর মেয়েটি পেছনের সিটে শুয়ে ছিল। মেয়েটি বিবাহিত। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহ্বায়ক পল্লব ও তার দলবল মিলে শ্যামগঞ্জ বাজারে রাতে ২০-২৫ জনের একটি দল গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চড়থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়।

আমার ভাই তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। মেয়েটিকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি। পূর্বধলা থানার ওসি ঘটনাস্থলে গেলেও, আমি ফোনে থাকার সময়ও দেখেছি, ওসির সামনে আমার ভাইকে হুমকি ও গালাগালি করা হচ্ছে এবং আঘাত করা হয়েছে।

আমি পল্লবসহ ঘটনার সঙ্গে জড়িত সবার উপযুক্ত বিচার দাবি করছি। একই সঙ্গে, যিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেই পূর্বধলা থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাগরিবের পরে আমি সাংবাদিক সম্মেলন করব।’

ভুক্তভোগী ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারী গতকাল রাতে তার মামার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শ্যামগঞ্জ এলাকায় সালমান রহমান পল্লব ও তার দলবল তাদের আটক করে হেনস্তা করে। পরে থানা পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করতে গেলেও পল্লব পুলিশের সামনেই ওই নারীর স্বজনদের ওপর আক্রমণ করে।

দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে পল্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সালমান রহমান পল্লবকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ করলে তখন এই বিষয়ে আমি বলতে পারব। তার আগে আমি কিছু বলতে চাচ্ছি না। রফিকুল ইসলাম মাদানী আপনার পদত্যাগ চেয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন জানতে চাইলে তিনি বলেন, এটা তার অধিকার, তিনি এটা দাবি করতেই পারেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
শিবির নেতা তুহিন হত্যা মামলার আসামীদের ডিম নিক্ষেপ
শিবির নেতা তুহিন হত্যা মামলার আসামীদের ডিম নিক্ষেপ
শেরপুর প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ২ মাসের কারাদণ্ড
শেরপুর প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ২ মাসের কারাদণ্ড