• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে সমালোচনার ঝড়

নারী কেলেঙ্কারিতে আটক রাবি শিক্ষক

   ৮ মে ২০২৫, ০১:৪৫ পি.এম.
রাবির সহযোগী অধ্যাপক মাহাবুর রহমান অনিন্দ্য। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুর রহমান অনিন্দ্য নারীসহ একটি বাসায় আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের হাতে আটকের পর ওই নারীর সঙ্গে শিক্ষকের বিয়ে দেওয়া হয়। 

এই ঘটনায় কুড়িগ্রামজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মাহাবুর রহমান কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়ন এলাকার মো. হাসান আলীর ছেলে। অন্যদিকে ওই নারী শারমীন আক্তার (২৩) রাজশাহী তানোর উপজেলার আয়েশ উদ্দিন বাবুর মেয়ে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার একটি বাসায় আটক হন মাহাবুর রহমান। আটকের পর স্থানীয়দের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি ও টুপি পড়া অবস্থায় ওই মেয়ের বাসায় বসে রয়েছেন মাহাবুর রহমান। আটকের পর স্থানীয়রা তার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন মাহাবুর, তার পিতার নাম জিজ্ঞেস করলে বলেন হাসান আলী। তার বাড়ি কোথায় উত্তরে তিনি জানান কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে। আপনি এ বাসায় কেন? কেন আসছেন? বার বার প্রশ্ন করলেও কোনো উত্তর দিতে দেখা যায়নি ওই শিক্ষককে।

তাদের বিয়ের কাবিননামাও প্রতিবেদকের হাতে এসেছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে রাবির সাবেক একজন ছাত্র জানান, মাহাবুর রহমানকে ফাঁসানো হয়েছে। ওই নারীর সঙ্গে তার দুই বছর আগেই বিয়ে হয়েছে। তবে দেনমোহরের টাকা নিয়ে মাহাবুরের শশুর অসন্তুষ্ট ছিলেন। তাই মঙ্গলবার রাতে তাকে আটক রেখে নতুন করে বিয়ে দেন এবং দেনমোহর বাড়িয়ে নেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, মাহাবুর এর আগেও দুটি বিয়ে করেছেন। ২০১০ সালের দিকেও একবার তাকে নিয়ে নারী কেলেঙ্কারির খবর পত্রিকায় উঠে আসে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এখনো এ বিষয়ে নিশ্চিত নই। মাহাবুর রহমানের সাথে কথাও হয়নি। এসব বিভাগের বিষয় নয়, তার ব্যক্তিগত বিষয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনা নদীতে ৬ বাল্কহেড ডুবি
মেঘনা নদীতে ৬ বাল্কহেড ডুবি
মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা লাল্টু গ্রেপ্তার
মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা লাল্টু গ্রেপ্তার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন