চাটুকারিতার থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে- মাহমুদুর


জ্যেষ্ঠ প্রতিবেদক
আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের প্রথমে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১৫ বছরে সিনিয়র সাংবাদিক নামধারী ব্যক্তিরাই চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের সবচেয়ে বেশি ক্ষতি ও ভাবমূর্তি ভূলুণ্ঠিত করে গেছেন। সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
মাহমুদুর রহমান আরো বলেন, আমার দেশ কারো চাটুকারিতা করবে না, সরকারের ভুলত্রুটি তুলে ধরতে কুণ্ঠাবোধ করবে না। এরই মধ্যে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমার দেশ। কোনো এলিট শ্রেণির গণমাধ্যম হবে না, গণমানুষের গণমাধ্যম হিসেবে আমার দেশ সবসময় ভূমিকা পালন করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ, দ্যা ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আসিফ শওকত কল্লল প্রমুখ।
প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ-এর সদস্য সচিব মিয়া হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।
ভিওডি বাংলা/ এমএইচ
‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে, জুলাই …

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্মারক …

বিজিএমইএ সভাপতির সাথে ডিআরইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি …
