• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

হাতিরঝিলে গুলি, সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যদের ত্রাস সৃষ্টি

   ৯ মে ২০২৫, ০১:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যরা। গুম, খুন, প্রকাশ্য, গুলি এহেন সব ধরনের অপরাধ প্রকাশ্যে সংগঠিত করছে এই গ্রুপের চিহিৃত সদস্যরা। দিনে দুপুরে এই সন্ত্রাসীরা প্রশাসনের ছত্র-ছাড়ায় ওপেন সিক্রেট অপরাধ করেই যাচ্ছে। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে রামপুরা-হাতিরঝিল এলাকায়। এতোকিছুর পরও প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে, উল্টো ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা চাইতে গেলে নানাবিধ হেনস্তার শিকার হচ্ছেন। বেশকিছু ভুক্তভোগী ভিওডি বাংলার কাছে এমনটাই অভিযোগ করেছেন। 

বৃহস্পতিবার (৮ মে) আনুমানিক রাত ৮ টা রাজধানীর হাতিরঝিল এলাকার বাগিচার টেক, ২২ নং ওয়ার্ডের একটি বাসায় মুখোশ পরিহিত ৪ জন বন্দুকধারী লোক এসে ভয়-ভীতি দেখানোর এক পর্যায়ে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনার সূত্র ধরে ভিওডি বাংলা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে যে ঘটনাটি চিহ্নত সন্ত্রাসী বাহিনী বাদশার পালিত সদস্যরাই সংঘটিত করেছে।

ঘটনার বিবরণে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় যে, বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে রাস্তায় ছিনতাই করে চিহ্নিত বাদশা গ্রুপের সদস্যরা। একপর্যায়ে ভুক্তভোগীকে গুরুতর আঘাত ও মারধর করে ছিনতাইকারীরা। 

ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করতে অসম্মতি জানায়। কেন ভুক্তিভোগী থানায় গিয়েছে সন্ত্রাসীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাসায় এসে নানা হুমকি ধামকি ও বন্দুক প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। ভুক্তভোগীর বড় ভাইয়ের স্ত্রীকে সন্তাসীরা ভয়-ভীতি দেখানোর একপর্যায়ে ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগ
খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগ
সংবাদ প্রচারের পর আরও বেপরোয়া ওসি আলিম!
সংবাদ প্রচারের পর আরও বেপরোয়া ওসি আলিম!
নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন বেল্লাল
নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন বেল্লাল