• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেহেলগাম ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবকেই যথার্থ মনে করেন এরদোগান

   ৯ মে ২০২৫, ০১:০৯ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে তুরস্ক। মূলত ইসলামাবাদের পক্ষ থেকে প্রথম আসা এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করে আঙ্কারা— এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আমরা উদ্বিগ্ন, কারণ এই সংঘাতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আমার কথা হয়েছে। জম্মু ও কাশ্মিরে জঘন্য সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের প্রস্তাবকে আমরা মূল্যবান বলে মনে করি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : মোদি
গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : মোদি
ভারতের আসামে মুসলিমবিরোধী ‘উচ্ছেদ অভিযান’
ভারতের আসামে মুসলিমবিরোধী ‘উচ্ছেদ অভিযান’
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪