৮২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
আনুষ্ঠানিকভাবে আপ বাংলাদেশ’র যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।
শুক্রবার (৯ মে) বিকাল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সব সংগঠকের মতামতের ভিত্তিতে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহকে সদস্য সচিব করে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জুলাই বিপ্লবের শহীদ, ওসমান পাটওয়ারীর পিতা আব্দুর রহমান।
এছাড়াও মুখপাত্র হিসেবে শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী হিসেবে রাফে সালমান রিফাত এবং প্রধান সংগঠক হিসেবে নাঈম আহমেদ মনোনীত হয়েছেন।
সংগঠনের পক্ষে ৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
আপ বাংলাদেশের ৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ রিদওয়ান হাসান, অ্যাডভোকেট আব্দুল আলিম, মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ফায়াজ শাহেদ, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, জাহিদ হাসান, মাসুদ রানা, আসমা উল হুসনা, ফারজানা আক্তার, আহম্মদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভূঁইয়া, নজরুল ইসলাম, উমার রাজী আল ফারূক, ফারহা জাবীন লিরা, কাজী আহনাফ তাহমিদ, বখতিয়ার মুজাহিদ সিয়াম, আলী আম্মার মুয়াজ, আহছান উল্লাহ, শাহারিন সুলতানা ইরা, তৌসিব মাহমুদ সোহান, মো. রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম সুজন, আবদুল কাইয়ূম সৌরভ, মুহাম্মদ আল আমিন রিফাত, বদরে আলম শাহীন, মুয়াজ বিন মাহমুদ, ফারহানা শারমিন শুচি, মাসুমা বিল্লাহ (সাবিহা), মুত্তাকী বিন মুনির, মীর ছিবগাতুল্লাহ তকি, মো. দ্বীন ইসলাম, অ্যাডভোকেট সানাউল্লাহ পাটোয়ারী, জি এম ফারুক, মো. মোশারফ হোসাইন, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন, এম. ওয়ালি উল্লাহ, রাহাত বিন সায়েফ, সাদাব মুবতাসিম প্রান্তিক, তামজীদুল ইসলাম, আরাফাত ই রাব্বি প্রিন্স, রিজওয়ানুল বারী, সরোজ মেহেদী, দেলোয়ার হাসান শিশির, নাঈমুর রহমান দুর্জয়, জায়েদ হাসনাইন, তানভীর আজম, নাহিদা মুসাররাত, শেখ স্বপ্নীল হক আদিবা, আব্দুল্লাহ নাসের, মো. সুয়াইব হাসান, মো. তানভীর আহমেদ, আনিছুর রহমান, হাসান মাহমুদ, মো. শাহজালাল, জেরিন তাহসীন, আল ইমরান সুজন, মোহাম্মদ মাহবুবুর রহমান, কাউসার আলম, সিরাজুম মনিরা, বোরহান উদ্দিন নোমান, মিনহাজুর রহমান রেজবী, আব্দুল্লাহ আল মিনহাজ, মোস্তফা মাহাথির,সাইফুল্লাহ আল গালিব, মাহমুদুল হাসান বাহার (প্রিয়ত), মিসবাহুর রহমান (আসিম), মহিউদ্দিন হাসান, সাইদুল ইসলাম, নোমান আব্দুল্লাহ, মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।
ভিওডি বাংলা/ এমএইচ
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
