• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

জুমার নামাজ আদায় করলেন জুবাইদা রহমান

   ৯ মে ২০২৫, ১০:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ১৭ বছর পরে দেশে ফিরে রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৯ মে) দুপুরে বাবা সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসায় যান তিনি। এরপর জুমার নামাজ পড়েন ধানমন্ডির একটি মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। বাবার বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান জুবাইদা রহমান। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন।

এ সময় জুবাইদা রহমানের পরিবারের সদস্যসহ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন।

এরপর ধানমন্ডি থেকে বিকেল ৫টায় রওয়ানা হয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় ৭টার দিকে পৌঁছান। মাঝখানে তার গাড়িবহর সংসদ ভবনে আড়ং মোড়ে এবং মনিপুরী পাড়ার কাছে এবং বিজয়সরণি সড়কে যানজটে আটকা পড়ে।

তার গাড়ির বহরে পুলিশ প্রটেকশন গাড়ি এবং ব্যক্তিগত নিরাপত্তার গাড়ি থাকলেও রাস্তায় কোনোরকম হুইসেল ব্যবহার না করেই সাধারণ যানবাহনের সঙ্গে জুবাইদা রহমানের গাড়িও ধীরে ধীরে চলতে থাকে।

বেলা ১১টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’ থেকে বের হন জুবাইদা রহমান। তার সামনে পেছনে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ কয়েকজন বিএনপি নেতা। গতকালও তারা ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির স্কয়ার হাসপাতাল থেকে মাকে নিয়ে মাহবুব ভবনে যান ডা. জুবাইদা রহমান। সেদিনই চিকিৎসকরা অবস্থার উন্নতি হওয়ায় তাকে (ইকবাল মান্দ বানু) ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য, গত ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেন ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গেই থাকছেন তারা। ডা. জুবাইদা রহমান প্রতিদিনই সকালে মাহবুব ভবনে আসছেন। তবে রাতে গুলশানে শাশুড়ির সঙ্গে থাকছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু