• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে দুইজন গ্রেফতার

   ১০ মে ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (৯ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গাবালী সদর দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার রেজাজ মৃধা এবং রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সমর্থক মো. মুজিবুর রহমান।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আব্দুল জব্বারকে পুলঘাট এলাকা থেকে এবং মুজিবুর রহমানকে খালগোড়া বাজার থেকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের  বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা তিন নম্বর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুগঞ্জের ইউএনও এর বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ
আশুগঞ্জের ইউএনও এর বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন