সাবেক সংসদ সদস্য শামীমা ও সাবেক সহকারী সচিব বিটু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জিগাতলা থেকে সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা আক্তার খানম ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার বিকালে তাদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্য শামীমা আক্তারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধেও মামলা রয়েছে। তাঁরা ছাত্র–জনতার অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি। আগামীকাল রোববার তাঁদের আদালতে নেওয়া হবে।
সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীমা আক্তার খানম। অন্যদিকে ছাত্রলীগের রাজনীতি করে আসা আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) কাজ করেন। পরে তিনি শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।
ভিওডি বাংলা/ এমএইচ
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের …

শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অর্থনীতিতে …

নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাকে …
