• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

   ১০ মে ২০২৫, ০৮:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোনা প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদের  ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ‘বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশী জাতীয়তাবাদ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক শেখ একে এম শহীদুল ইসলাম ছোটন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস আলী।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীনতা পরবর্তী  রাষ্ট্রগঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়