• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

   ১১ মে ২০২৫, ১২:৪৭ পি.এম.

মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধ পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুশ ইন প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। শনিবার (১০ মে) সারাদিন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে বিজিবিকে সক্রিয়ভাবে টহল দিতে এবং সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত দুদিনে বিএসএফ বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে পুশ ইন করে। এর মধ্যে ৪৪ জনকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সূত্রে জানা গেছে, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটা বেড়া। গহীন অরণ্যের মধ্যের সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোখ ফাঁকি দিয়ে গত কয়েকদিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পুশ ইন করছে।

সীমান্তবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুদিনে শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তের ওপারে আরও অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি শুক্রবার সকাল থেকে সতর্ক অবস্থায় দিনরাত টহল জোরদার করেছে। সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারি যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান (পিপিএম) জানান, টহল জোরদারের পর থেকে বিএসএফের পুশ ইনের কোনো খবর পাওয়া যায়নি। পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্তে খুবই সতর্ক অবস্থায় টহল দিচ্ছে। টহল জোরদার ও যানবাহন তল্লাশি অভিযানের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার (ব্যাটালিয়ন অধিনায়ক) আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়