• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ের মমত্ববোধের কাছে সবকিছুই পরাজিত- অসীম

   ১১ মে ২০২৫, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, মা কথাটি ছোট। কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। এই নারী জাতি বোন, নারী জাতি মা, নারী জাতি কারও কন্যা কারও স্ত্রী। যেখানেই থাকুন না কেন মায়ের মমত্ববোধের কাছে সবকিছুই পরাজিত।

রোববার (১১ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর হাজারীবাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত তিন শতাধিক মায়ের হাতে উপহার প্রদান ও মা দিবস উপলক্ষে উপস্থিত মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।

তিনি বলেন, ‘আমরা আমাদের মায়েদের সম্মান যদি দিতে না পারি তাহলে সুষ্ঠু একটা জাতি পাব না। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা জাতি উপহার দিব।’ আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সন্তান লালন-পালনের জন্য মায়ের চেয়ে বেশি ভালোবাসা ও মমত্ববোধ আর কারও নেই। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, হিংসা-বিদ্বেষ থাকবে না। এমন সমাজ গড়তে চাই- যে সমাজ আগামীতে একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ভূমিকা রাখবে। তার সবচেয়ে বড় নিয়ামক শক্তি মা জাতি।’

নাসির উদ্দিন বলেন, বিগত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। অনেকেই তাদের মায়ের সঙ্গে দেখা করতে পারেনি। খোঁজ নিতে পারেনি। সুতরাং আজ স্বৈরাচারমুক্ত পরিবেশে আমরা মা দিবস পালন করছি। সব মাকে জানাই বিনম্র শ্রদ্ধা।

হাজারীবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপি নেতা বেলাল হোসেন, ড. রেজা ফয়সাল, হাসিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মুক্তা প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটারদের যে পরামর্শ দিলেন সারজিস
ভোটারদের যে পরামর্শ দিলেন সারজিস
বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা
বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা
খালেদা জিয়াকে ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত
খালেদা জিয়াকে ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত