• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

   ১১ মে ২০২৫, ০৫:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের কাটলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

থানা-পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গত বছরের ৩০ জুন কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়ালকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি গঠন করা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রবিউল আওয়াল ও সোবায়েল আহমেদ খানের বিরুদ্ধে অন্তত তিনটি নাশকতা ও বিস্ফোরণ আইনে মামলা হয়। গত ১ অক্টোবর রবিউলকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে ওই থানার ওসি কাজী শাহনেওয়াজের নেতৃত্বে সোবায়েল আহমেদকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, সোবায়েল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে তিনি নিজ বাসায় যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন