• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

   ১২ মে ২০২৫, ০৩:০৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে গরুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।

ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয়, কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রেলের অতিরিক্ত কোচ ও সার্ভিস দেওয়া হবে। গত রোজার ঈদের মতো দুর্ঘটনামুক্ত যাতে করতে পারি, সে চেষ্টায় কাজ চলছে।’

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সীমানা নির্ধারণ করে মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে।

ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যাতে বুথ হয়, সেজন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে বলেও জানান ফাওজুল কবির। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যাতে নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয়, সেজন্য চেষ্টা করছি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক