ইবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ


ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।
সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।
নতুন প্রভোস্টদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।
অফিস আদেশ সূত্রে জানা যায়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন-এর দায়িত্বের মেয়াদ শেষ হবে। পরবর্তী এক বছরের জন্য নতুন দুই প্রভোস্টকে নিয়োগ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
নবনিযুক্ত শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “হলের দায়িত্ব পাওয়ার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করবো। খাবারের মান উন্নয়ন, এক্সট্রা কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি হল, তাই এখানে কাজ করার সুযোগও বিশেষ।”
এদিকে লালন শাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “চিঠি হাতে পেয়েছি। আমি শিক্ষার্থীদের সঙ্গে মিশে কাজ করতে পছন্দ করি। আশা করছি, আমার মেয়াদকালে হলের ডিজিটালাইজেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পারবো।”
ভিওডি বাংলা/ডিআর
পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ …

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের …

বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল
উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে নিহত …
