• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গা থানায় বিএনপির কর্মী সম্মেলন

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে- আবদুস সালাম

   ১২ মে ২০২৫, ১০:২৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকারের সময় দলের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই এখনো নিখোঁজ। শেখ হাসিনার সরকার ৫ আগস্ট ক্ষমতা হারিয়েছে এবং বর্তমানে বিএনপি ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আব্দুস সালাম জানান, তারেক রহমানই দলের মনোনয়ন দেবেন। গত ১৭ বছরে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে উৎখাত করেছে। আমরাও যদি একই কাজ করি, তাহলে একই পরিণতি হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। ইতোমধ্যে অনেকেই চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছেন। আপনারা নিজেদের শুধরে নিন, নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু বিএনপি তা করবে না। বিএনপির যেসব নেতাকর্মীরা বাসায় অবস্থান নিতে পারেননি ৫ আগস্টের পর, তারা এখন নিরাপদে বাসায় অবস্থান করতে পারছেন। আওয়ামী লীগ বলেছিল, ক্ষমতার পরিবর্তন হলে দেশব্যাপী ৫/৬ লাখ লোক মারা যাবে। সেই হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের সংঘাতে জড়ায়নি। বিএনপি সংঘাতে বিশ্বাসী নয়।

সম্মেলনে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি হিসেবে মাইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মজিউল আহসান হিমেলের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু