• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রমনা বটমূলে বোমা হামলা: রায়ে সাজা কমল আসামীদের

   ১৩ মে ২০২৫, ০৩:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

দুই যুগ আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনায় আসামিদের সাজা কমিয়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নয় জনকে দশ বছর করে সাজা দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করে।

জজ আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।

ঢাকার দায়রা জজ রুহুল আমিন ২০১৪ সালের ২৩ জুন এ হত্যা মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

তাদের মধ্যে প্রধান আসামি মুফতি হান্নান ছিলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৭ সালের ১২ এপ্রিল রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। এ মামলাতেও তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল জজ আদালত।

এছাড়া জজ আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া আব্দুর রউফ ও ইয়াহিয়া হাই কোর্টে আপিল শুনানি অপেক্ষমাণ থাকা অবস্থায় মারা যান। সে কারণে এই তিনজনের নাম মামলা থেকে বাদ যায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা মামলায় নতুন মোড়
ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা মামলায় নতুন মোড়
জামিন মিলেনি লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার
জামিন মিলেনি লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার
সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার
সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার