• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

‘মানবিক করিডোরের নামে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে’

   ১৩ মে ২০২৫, ০৪:৪০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার (১৩মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করে। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে গিয়ে সংস্কারের সুযোগ কোনো নেই। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ।

তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনই গণতন্ত্রের বাহক। 

বিনিয়োগ নিয়ে দেশে সার্কাস দেখানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

আমীর খসরু বলেছেন, বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। মানবিক করিডোর নিয়ে কেউ কিছু জানে না। বাংলাদেশকে কি আরেকটা গাজা বানাতে চাচ্ছে? কোন সিদ্ধান্ত নিতে চাইলে সবার মতামত নিয়ে নিতে হবে।

তিনি বলেন, গর্তে থেকে বেরিয়ে অনেকেই সংস্কারের তালিম দিচ্ছে অথচ আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলেছি। সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরা মালিকানা অন্য কাউকে দেইনি। জাতীয় ঐক্যমতের জন্য আমরা প্রস্তুত কিন্তু ঐকমত্য কোথায় আমরা জানতে পারছি না। কেউ যদি মনে করে মালিকানা পেয়ে গেছে, সিদ্ধান্ত নেবে তা হবেনা। শেখ হাসিনা কিছু কিছু স্বৈরাচার তৈরি করে গেছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন বিনিয়োগকারী বিনিয়োগ করবেনা। বিনিয়োগকারীদের একটাই শেষ প্রশ্ন- নির্বাচন কবে।

বিএনপির এই নেতা বলেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবে সেটা হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু