• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মানবিক করিডোরের নামে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে’

   ১৩ মে ২০২৫, ০৪:৪০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার (১৩মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করে। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে গিয়ে সংস্কারের সুযোগ কোনো নেই। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ।

তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনই গণতন্ত্রের বাহক। 

বিনিয়োগ নিয়ে দেশে সার্কাস দেখানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

আমীর খসরু বলেছেন, বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। মানবিক করিডোর নিয়ে কেউ কিছু জানে না। বাংলাদেশকে কি আরেকটা গাজা বানাতে চাচ্ছে? কোন সিদ্ধান্ত নিতে চাইলে সবার মতামত নিয়ে নিতে হবে।

তিনি বলেন, গর্তে থেকে বেরিয়ে অনেকেই সংস্কারের তালিম দিচ্ছে অথচ আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলেছি। সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরা মালিকানা অন্য কাউকে দেইনি। জাতীয় ঐক্যমতের জন্য আমরা প্রস্তুত কিন্তু ঐকমত্য কোথায় আমরা জানতে পারছি না। কেউ যদি মনে করে মালিকানা পেয়ে গেছে, সিদ্ধান্ত নেবে তা হবেনা। শেখ হাসিনা কিছু কিছু স্বৈরাচার তৈরি করে গেছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন বিনিয়োগকারী বিনিয়োগ করবেনা। বিনিয়োগকারীদের একটাই শেষ প্রশ্ন- নির্বাচন কবে।

বিএনপির এই নেতা বলেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবে সেটা হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু