ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির


ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দাবি তুলেছেন, দ্রুত তাদের সরিয়ে নেয়ার। বলেছেন, বর্তমান সময়ে ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে।
বুধবার (১৪ মে) ছাত্রদল নেতা সাম্যর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সমাবেশে নাছির বলেন, এই হত্যাতাণ্ডের দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এড়াতে পারেন না। ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন উল্লেখ করে বলেন, ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে।
নেতাকর্মীরা যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, তা থেকে সরাতেই ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে বলেও মন্তব্য করেন নাছির। অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এরআগে, ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থী-নেতাকর্মীরা। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন তারা।
এর আগে, সকালে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করে ছাত্রদল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল।
ভিওডি বাংলা/ এমএইচ
এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …

৫ সদস্যের সিলেকশন কমিটি গঠনে একমত বিএনপি : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের জন্য …

প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতির বড় উদহারণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, …
