তারেক রহমানের নির্দেশনা
জাবিতে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সহযোগিতায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম।
বুধবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভ্যাক্সিনেশনের উদ্ভোধন অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের শুরুতে বিগত গনতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল শহীদদের স্মরণ করেন। একইসাথে হেপাটাইটিস বি ভ্যাক্সিনের গুরুত্ব তুলে ধরেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এরকম একটি মহৎ উদ্যোগের আয়োজন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ এই আয়োজনকে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে টিকাদান কর্মসূচি ইপিআই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৯ সালে চালু হয় এবং এই হেপাটাইটিস বি ভ্যাক্সিন ইপিআই শিডিউলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে অন্তর্ভুক্ত করেন, যার সুফল দেশবাসী পেয়েছেন।
সাম্প্রতিক সময়ে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়ায় তিনি সংশয় প্রকাশ করে বলেন, এ ঘটনা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা। প্রয়োজন হলে দেশে গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জুলাই আন্দোলনের মত আরেকটি আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
সভাপতিত্বে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আলম বাদশাসহ ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
ভিওডি বাংলা/ এমএইচ
এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …

৫ সদস্যের সিলেকশন কমিটি গঠনে একমত বিএনপি : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের জন্য …

প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতির বড় উদহারণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, …
