• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিগন্যাল দেওয়ায়

সার্জেন্টের ওপর বাইক তুলে দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

   ১৫ মে ২০২৫, ০৬:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে সিগন্যাল অমান্য করা মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন রাজু (৩৫) নামে এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করা হয়েছে। আটক দুজনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

বুধবার (১৪ মে) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে ডিউটি করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। এ সময় দুই যুবক জিক্সার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সিগন্যাল দেন তিনি। তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় সার্জেন্ট আনোয়ারের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে সার্জেন্ট আনোয়ার গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম ও আসিফ মজুমদারকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুজনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন ফাহিম।

এ ঘটনায় রামপুরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশের যোগদান করেন এবং ২০২৪ সালে তার ডিএমপিতে পোস্টিং হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি ওই এলাকার রফিক মিয়ার সন্তান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঢাকায় কুখ্যাত সন্ত্রাসীর বাসায় অভিযান, অস্ত্রসহ ৪ গ্রেপ্তার
পুরান ঢাকায় কুখ্যাত সন্ত্রাসীর বাসায় অভিযান, অস্ত্রসহ ৪ গ্রেপ্তার
জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি
জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি
সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ
সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ