• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

গরু নিয়ে যাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

   ১৬ মে ২০২৫, ১২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. বেল্লাল হোসেন খান ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর শুক্তাগড় ইউনিয়ন, রাজাপুরের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জনৈক আবু বকরের একটি পোষা গাভী জোরপূর্বক নিয়ে গেছেন। বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দলীয়ভাবে এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেল্লাল হোসেন খান জেনে-শুনে যে আচরণ করেছেন, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে সংগঠনের সব পদ-পদবীসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, পাওনা টাকার জন্য রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গৃহবধূ নারগিস আক্তারের গাভী নিয়ে যান বেল্লাল হোসেন খান। পরে গাভীর মা হারা বাছুরকে নিয়ে আদালতের দ্বারস্থ হন নারগিস আক্তার। ঘটনাটি জানাজানি হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়