টপ নিউজ
কুড়িগ্রামে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
১৬ মে ২০২৫, ০৪:৫৮ পি.এম.


নিহত চামেলির বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শ্রীমতি চামেলি রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ -মে) সকাল ১১:০০ টার দিকে উলিপুর উপজেলার ধরণী বাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ওই গ্রামের মদন চন্দ্রের স্ত্রী শ্রীমতি চামেলী রাণী খড়ের গাদা থেকে গরু গোয়াল ঘরে আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চামেলী রাণীর একটি গরুও মারা যায়।
চামেলি রাণী দুই সন্তানের জননী বলে জানা গেছে।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর