• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহফুজকে পানির বোতল ছুড়ে মারা সেই যুবক আটক

   ১৬ মে ২০২৫, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনের মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ভরা পানির বোতল ছুড়ে মারা সেই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান।

তিনি জানিয়েছেন, ‘এ ঘটনায় একজন যুবককে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান উপদেষ্টা মাহফুজ আলম। কিছু সময় পর হঠাৎই একটি ভরা পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর কথা শেষ না করেই চলে যান মাহফুজ।

জানা গেছে, বোতল ছুড়ে মারা ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

যদিও এ ঘটনায় ওই যুবকের দাবি, তিনি মাহফুজকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারেননি। আন্দোলনের তাৎক্ষণিক উত্তেজনায় বোতলটি তিনি উপরের দিকে মেরেছিলেন, দুর্ভাগ্যক্রমে সেটি উপদেষ্টার মাথায় গিয়ে পড়ে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার