জুতার মালা
যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ


চট্টগ্রাম প্রতিনিধি:
কয়েকজন যুবক মিলে ফোরকান (৫২) নামের এক যুবলীগ কর্মীকে মাথা ন্যাড়া করে দিয়েছে। এরপর গলায় ঝাড়ু-জুতার মালা পড়িয়ে হাঁটানো হয়। এ সময় তাকে ধাপ্পড় দেন অন্য এক যুবক। এরপর থানায় সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার(১৭ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি মুনিরীয়া যুব তবলিগ কমিটি নামে তরিক্বতভিত্তিক একটি সংগঠনের কার্যালয় ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে থাপড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাকে থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে।
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯০
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে …

‘চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আহত এক
‘চাঁদা না দেওয়ায়’ পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা …
