• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদবঞ্চিত ছাত্রদলের বিক্ষোভ

কুমিল্লায় বিএনপির অফিসে অগ্নিসংযোগ

   ১৭ মে ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
দীর্ঘদিনের অবহেলা ও মূল্যায়নের অভিমান বুকে চেপে বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, 'অবৈধ কমিটি মানি না' স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। পরে আগুন ধরিয়ে দেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন দাপ্তরিক সামগ্রি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে ডাকা হলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

দলীয় সূত্র বলছে, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীরা মূলত ছাত্রদলের একাংশের নেতাকর্মী, যারা দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন। তাদের অভিযোগ, ত্যাগ-তিতিক্ষার পরও সদ্য ঘোষিত কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে তারা কয়েক দিন ধরেই বিক্ষোভ করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত চলছে।

বিএনপির কোনো পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় রয়েছেন।

স্থানীয় প্রশাসন বলেছেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
পাবনায় গাছের চারা বিতরণ করলেন শিমুল বিশ্বাস
পাবনায় গাছের চারা বিতরণ করলেন শিমুল বিশ্বাস