৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে সংবর্ধনা


কিশোরগঞ্জ প্রতিনিধি
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জয়ী কিশোরগঞ্জ দলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
রবিবার (১৮ মে ) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম, জেলা জামায়াতে আমীর অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।
বাংলাদেশের ৬৪ জেলার অংশগ্রহণে গত ১৫ মার্চ কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ফাইনাল অনুষ্ঠিত হয়।
জেলা ক্রিকেটের বিশ্বকাপ খ্যাত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে প্রথম ইনিংসে কিশোরগঞ্জ ২৪৪ রান করে। জবাবে ৮২ রানে গুটিয়ে যায় কুমিল্লা।
প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পাওয়া কিশোরগঞ্জ দ্বিতীয় ইনিংসে করে ১৭৪ রান। এরপর ১৫২ রানে কুমিল্লার ইনিংস গুটিয়ে যায়। ফলে ১৮৪ রানের বিশাল জয়ে প্রথমবারের মত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ।
ভিওডি বাংলা/ডিআর
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার …

ফিনালিসিমার সম্ভাব্য ভেন্যু এবার উরুগুয়ে
কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ‘ফিনালিসিমা …
