• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের রোডম্যাপ

হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার

   ১৮ মে ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের রোডম্যাপ না দিয়ে হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। ভালো কাজ করতে হলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঐকমত্যে পৌঁছা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগস্ট-সেপ্টেম্বরেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এটি এই সরকারের কাজ নয়।

দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। স্পষ্ট রোডম্যাপ জানতে গেলো এপ্রিলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও সন্তুষ্ট হতে পারেনি দলটি। 

তিনি বলেন, বিভিন্ন মহলের দাবি-দাওয়া সামলাতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। এর মধ্যে মানবিক করিডোর আর চট্টগ্রাম বন্দর ইস্যুতে নতুন প্রশ্ন জেগেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

সমসাময়িক নানান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা রোববার (১৮ মে) প্রশ্ন রাখেন, ঐকমত্যে পৌঁছার বিষয়গুলো সামনে নিয়ে এসে এখনও কেনো নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না? আবারো বললেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব।

আমীর খসরু বলেন, মানবিক করিডোর, বন্দর কিংবা বিনিয়োগের ইস্যুতে দেশ নতুন করে সংকটে পরবে। আমীর খসরু প্রশ্ন তোলেন, এত বড় সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে?

বিএনপির সদস্য নবায়নের কাজ চলছে জানিয়ে, কারা দলের যুক্ত হতে পারবে সেটিও স্পষ্ট করেন দলটির এই নীতিনির্ধারণী সদস্য।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে আদালতের আদেশের কেনো বাস্তবায়ন হচ্ছে না সে প্রশ্নও তোলেন এই বিএনপি নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করতে হবে- দুদু
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করতে হবে- দুদু
জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন
জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন
কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক
কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক