• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বড় বিপদ থেকে রক্ষা

বাস উল্টে দুর্ঘটনার কবলে ৩৫ সাংবাদিক

   ১৮ মে ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
সুন্দরবন ঘুরে সাতক্ষীরা হয়ে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সাংবাদিকদের বহনকারী একটি বাস। বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ মে) দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলাম কাঠিরমোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা সাংবাদিক মুক্তাদির রশীদ বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা বলছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।

নিজে ঘাড়ে ব্যথা পেয়েছেন জানিয়ে মুক্তাদির রশীদ লিখেছেন, ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই সবার ফোন ধরতে পারছি না। দোয়া করবেন। কয়েকজন আমার গায়ে পড়েছে। তাই ব্যথা রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি লিখেছেন, এখানকার এই রাস্তায় নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে।

এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই দুর্ঘটনা কবলিত সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এহসান মাহমুদের প্রতি ‘অসম্মানজনক আচরণের’ প্রতিবাদ
এহসান মাহমুদের প্রতি ‘অসম্মানজনক আচরণের’ প্রতিবাদ
নতুন আইনে প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করার সুযোগ নেই: প্রেস সচিব
নতুন আইনে প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করার সুযোগ নেই: প্রেস সচিব
সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা
সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা