টপ নিউজ
আ’লীগের মিছিল থেকে ১১ জন আটক
১৮ মে ২০২৫, ০৮:০১ পি.এম.

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েকজন কর্মী। সেখান থেকে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ মে) বিকেলে গুলিস্তান থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
ভিওডি বাংলা/ডিআর





