• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও গণমিছিল

   ১৮ মে ২০২৫, ১০:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

‘জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন’ তারেক রহমানের এই দাবিতে মেহেরপুরের গাংনীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন।

 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তির ইচ্ছায় বাণিজ্য করতে এবং অপশক্তির দোসরদের বিএনপির কমিটিতে পদায়নের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত সাপেক্ষে মেহেরপুর আহবায়ক কমিটি বাতিল করতে হবে।

গাংনী উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ্জ্জুামান বাবলু।

গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তা ছিলেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুবুর রহমান মাহবুব।

গণ-মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেরি আলভী, মেহেরপুর জেলা ছাত্র দলের সভাপতি সেনজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান হকা, সাবেক ছাত্রনেতা সাহিবুল ইসলাম, গাংনী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমন হোসেন প্রমুখ।

সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি গণ মিছিল গাংনী হাসপাতাল বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের