• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

   ১৯ মে ২০২৫, ০৯:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এর আগে, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর রাত ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকেও কয়েকটি টিম তাদের সঙ্গে যোগ দেয়। মোট সাতটি টিমের প্রচেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের খবর জানা যায়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল